ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। নিরাপত্তা শঙ্কা থেকেই দুজনের এই সিদ্ধান্ত। আর তাদের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
বিবিসি রেডিওকে ওয়ালশ বলেছেন, ‘হ্যাঁ, কিছুটা বিস্মিত তাদের সিদ্ধান্ত নিয়ে। আমি নিশ্চিত এ সিদ্ধান্তের পেছনে তাদের ব্যক্তিগত কারণ আছে। দিন শেষে সব কিছুর উর্ধ্বে এটাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সফরে আপনি চাইবেন দলের সবাই এতে অংশ নিক, সেরা খেলোয়াড়রা থাকুক।’
ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, মরগান-হেলসের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি ইংল্যান্ডের সমর্থকরাও হতাশ হবে, ‘আমি নিশ্চিত বাংলাদেশের সমর্থকরাও কিছুটা হতাশ হবে। ইংল্যান্ডের সমর্থকদের একই অবস্থা থাকবে। সফরটি শুরু হলে আশা করছি সবাই খুশি হবে।’
কোনো সফরে দলের কেউ না আসার সিদ্ধান্ত নিলে বাকি খেলোয়াড়দের হতাশ হওয়া স্বাভাবিক বলে মনে করেন ওয়ালশ, ‘এটা স্বাভাবিক। আমিও যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সফরে যাই, কিন্তু সেখানে যদি পূর্ণ দল না যায়, আমি নিজেও হতাশ হতাম। সফরে প্রত্যেকেরই এক হয়ে যাওয়া উচিত। তবে দিন শেষে এটা তাদের সিদ্ধান্ত। যেহেতু তাদের কাছে অপশন আছে সেটা তারা ব্যবহার করেছে। এটা তাদের ব্যক্তিগত চিন্তা। তবে দলের কথা চিন্তা করলে দল অবশ্যই চাইবে তাদের সেরা দলটাই সফর করুক।’
চলতি মাসের শুরুতে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তি করার সময় বিসিবি তাকে যে আশ্বাস দিয়েছিল এবং পরবর্তীতে তিনি যে নিরাপত্তা পেয়েছেন সে বিষয়টিও তুলে ধরেন ওয়ালশ, ‘হ্যাঁ তারা আমার নিরাপত্তা নিশ্চিত করেছে। নিরাপদ আশ্রয় দিয়েছে। তারা আমাকে জানিয়েছে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। এ কারণেই আমি সেখানে কাজ করতে সম্মত হয়েছি। আমি সেখানে নিরাপদ অনুভব করছি। বিসিবি ভালোমতো দেখভাল করছে। আমি সেখানে ফিরতে মুখিয়ে আছি।’