নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘অত্যন্ত অমানবিক হত্যাকাণ্ড চালাচ্ছে সে দেশের সরকার। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকাণ্ড তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছি। তারা এ দেশে আসছে, আমরা তো তাদের মতো নির্যাতন চালাতে পারি না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে, তাদের প্রতি মানবিক দৃষ্টি দেওয়া হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান হওয়া উচিত। জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। আমাদের এই জনবহুল দেশে মানবিক কারণে তো দীর্ঘদিন সহ্য করতে পারি না।’
তিনি আরো বলেন, ‘অং সান সু চির দেশের এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারি না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। তাদের দেশে অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত।’
রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করুন। মানুষ হত্যা করে কোনো সমস্যার সমাধান কোনোদিন হয়নি, হবেও না। যদি কোনো সমস্যা থাকে তার দ্রুত সমাধান করা উচিত।’
গত ৩ সেপ্টেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বর, ডায়াবেটিসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন।
মঙ্গলবার বিকেলে তাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকালে কাদের সিদ্দিকীকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।