‘বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা। ইনশাল্লাহ, আমরা বাংলাদেশকে গড়ে তুলবই। তাদের রক্ত কখনো বৃথা যেতে দেব না। এটাই আমাদের প্রতিজ্ঞা।’

বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার একটাই লক্ষ্য- এ দেশের কোনো মানুষ জীর্ণকুটিরে থাকবে না, গৃহহারা থাকবে না। প্রত্যেকটি মানুষ অন্তত মানুষের মতো বাঁচতে শিখবে এবং বাঁচবে। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। সেটুকু যেন করে যেতে পারি।’

শহীদদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘যারা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করেই এ দেশকে গড়ে তুলতে হবে। জীবনে ধন-সম্পদ কিছুই না। মরে গেলে সব ফেলে রেখে যেতে হয়। আমি আমার বাবা ও মাকে দেখেছি- কখনো নিজেদের কথা চিন্তা করেন নাই, দেশের মানুষের কথাই চিন্তা করেছেন। আমরা এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি। আজকে দেশের যে উন্নতি, এটা ম্যাজিক না। আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, তাই আমরা জানি, এ দেশের মানুষ কতো ত্যাগ স্বীকার করেছে। তাদের সেই ত্যাগ আমরা কখনো বৃথা যেতে দেবে না। তাদের ত্যাগকে মহিয়ান করে রাখার জন্যই এ দেশকে উন্নত সমৃদ্ধ করতেই হবে।’

তিনি আরো বলেন, ‘যারা চেয়েছিল আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, তারা যে ব্যর্থ সেটা আমাদের প্রমাণ করতে হবে। সেটা আমরা প্রমাণ করতে অন্তত কিছুটা হলেও সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো করতে পারব। এই দেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, যেটা জাতির পিতা চেয়েছিলেন।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বলব, কোনো আত্মত্যাগ কখনো বৃথা যায় না। হ্যাঁ, মাঝখানে একটা কালো মেঘ এসেছিল।কিন্তু সেই মেঘটা সরে গেছে। আশা করি, এই মেঘের ঘনঘটা আর কখনো ওভাবে আসবে না। এই দুর্যোগ দেশের মানুষের জীবনে আর কখনো আসবে না। আসলে দেশের মানুষই পারবে সেটা মোকাবিলা করতে। সেই চেতনায় মানুষকে আরো উদ্ধুদ্ধ করতে হবে। সেই চেতনায় মানুষকে উঠে দাঁড়াতে হবে। যেন কখনো আর কোনদিন কেউ যেন বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেভাবেই এ দেশের মানুষকে গড়ে তুলতে হবে। দেশের সকল শ্রেণি-পেশার সবাইকেই রুখে দাঁড়াতে হবে।’

পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসরদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যারা রাস্তাঘাট চিনিয়ে গণহত্যা ঘটিয়েছে। তাদের বিচার আমরা শুরু করেছি। এই বিচার চলতে থাকবে। কারণ, এই বিচার শেষ হবার নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার আজও চলছে। বাংলাদেশে স্বাধীনতার পর জাতির পিতা এই বিচার শুরু করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান এসে বন্ধ করে দিয়েছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার আবার শুরু করেছে। কাজেই যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, অবশ্যই তাদের বিচার চলতে থাকবে। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ, এটা ন্যায়ের পথ। যেটা ন্যায় ও সত্য, তার জয় সবসময় হয়, সবসময় হবে। এটাই আমরা বিশ্বাস করি।’