স্টাফ রিপোর্টার: সমসাময়িক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সংগঠন এ জগতে সত্য নিষ্ঠ অনুসন্ধান নৈতিক দৃষ্টি ভঙ্গি ও মানবাধিকার রক্ষায় অদম্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,কামাল খান কে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ সেরা সংগঠক হিসেবে সম্মাননা পদে ভূষিত হয়েছেন।
রাজধানীর ভুতের আড্ডা রেস্টুরেন্টে মিলনায় তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন কামাল খান এবং সমাজের আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম দুর্নীতি উন্মোচনে তার নির্ভীক পদক্ষেপ মানবিক মূল্য বোধ প্রতিষ্ঠায় তার অবিচল অবস্থান এবং অবহেলিত মানুষের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানই তাকে এ স্বীকৃতির শীর্ষে প্রতিষ্ঠিত করেছে।
সম্মাননা গ্রহণোত্তর প্রতিক্রিয়ায় তিনি বলেন,সত্য অনুসন্ধানের এ দীপ্ত শপথ আমার একার নয় এটি মানবতার পক্ষে কলম ধরার অঙ্গীকার বদ্ধ প্রতিটি সাংবাদিকের অভিন্ন পথযাত্রা। এই সম্মাননা আমাকে দায়িত্বের পরম উচ্চতায় আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুললো। তিনি আরো বলেন, এই সম্মাননা আমি উৎসর্গ করছি,আমার কর্মরত প্রিয় সংগঠন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কালিমুল্লাহ ইকবাল তিনিই আমার এক মাত্র অনুপ্রেরণা।
বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাহসী তরুণ সাংবাদিক কামাল খানের নির্ভীক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সংগঠনকে বাংলাদেশ তথা সিলেট বিভাগে শক্তিশালী কাজ সমূহ মানবাধিকার লঙ্ঘনের অন্ধকার আবরণ চূর্ণ করে বাস্তব সত্যকে আলোর মুখ দেখিয়েছে। তার সততা পেশাদারিত্ব ও নিরলস দায় বদ্ধতার প্রতি ফলনই তাকে এ আন্তর্জাতিক মর্যাদা এনে দিয়েছে।
গণমানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত প্রাণ মানবিক মূল্য বোধে পথ চিহ্নিত এবং অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল প্রতীক এই সম্মাননা দেশীয় মিডিয়া অঙ্গনে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।


