
নিউজ ডেস্ক : কলম্বো টেস্টের তৃতীয় দিনে লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ৩০৬/৬
ব্যাট করছেন: সাকিব (৫১), মোসাদ্দেক (৮)।
আউট: তামিম (৪৯), সৌম্য (৬১), ইমরুল (৩৪), সাব্বির (৪২), তাইজুল (০), মুশফিক (৫২)।
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৩৩৮/১০।
বোল্ড হয়ে ফিরলেন মুশফিক: ফিফটি পূরণের পর ক্রিজে থিতু হতে পারলেন না মুশফিকুর রহিম। সুরাঙ্গা লাকমালের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্যাভলিয়নে ফেরার আগে ৮১ বল মোকাবেলায় ৬টি চারের সাহায্যে ৫২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
মুশফিকের ফিফটি: তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। পি সারা ওভালে তৃতীয় দিনের শুরুতে সাকিবের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ফিফটি তুলে নেন মুশফিক। ৬৬ বল মোকাবেলায় ৬টি চারে ফিফটি পূরণ করেন টাইগার দলপতি।
বাংলাদেশের ২৫০: গতকাল শেষ বিকেলের হতাশা ভুলে তৃতীয় দিনের শুরুতেই সতর্ক ব্যাটিং করছে বাংলাদেশ। ৫ উইকেটে ২১৪ থেকে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ ইতিমধ্যেই আড়াইশ ছাড়িয়ে গেছে। দলীয় অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সাকিবের ব্যাটে চড়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখছে টাইগাররা।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ খেলা শুরু হয়েছে সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি।