বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘বাংলা জিতে, আমরা দিল্লিও কেড়ে নেব। ওরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, দেশে চলছে চরম স্বৈরতন্ত্র। ইতোমধ্যে ৪৬ জনের প্রাণ গেছে, যাদের অধিকাংশই হিন্দু।’

তিনি অভিযোগ করেন, এসআইআর একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও তা অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে করা হচ্ছে। পুরো প্রক্রিয়াকে ‘চূড়ান্ত ভুল’ আখ্যা দিয়ে মমতা বলেন, ‘এটি সম্পূর্ণ অপরিকল্পিত। বিজেপির কমিশন বিজেপির কথাতেই চলছে। আপনারা সব সংস্থাকে দালালে পরিণত করেছেন। বিজেপির দাবি— আরও দেড় থেকে দুই কোটি নাম বাদ দিতে হবে।’

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘যদি বাংলায় লড়াই করেন, আমরা দিল্লিও কেড়ে নেব। চাইলে আমার গলা কেটে দিন, তবু আমি মানুষের পক্ষে কথা বলব।’

মমতা আরও বলেন, এসআইআরয়ের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন হলেও এর প্রভাব ব্যালট বাক্সে পড়বে না। তার অভিযোগ, নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশনা বদলাচ্ছে—এ পর্যন্ত ২২ থেকে ২৪ বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে। এর ফলে প্রকৃত ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন।

মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন—কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কি না। যদি এমন ভোটার পাওয়া যায়, তবে সঠিক প্রক্রিয়ায় অভিযোগ জানাতে সহযোগিতা করার কথাও বলেন তিনি।

এদিন তিনি জানান, এসআইআরয়ের খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এ বিষয়ে যাদের অনিয়ম ধরা পড়েছে বা শুনানির নোটিশ এসেছে, তাদের পাশে দাঁড়াতে দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: নিউ ইয়র্ক মর্নিং