বাংলায় রায় দিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ আদালতে বাংলায় রায় দিতে আইনজীবী, লেখক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সুপ্রিম কোর্ট সমিতি বিজয়া পুনমির্লনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি প্রখ্যাত আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলায় আইনের বই লেখার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলায় আমাদের হাইকোর্টের বিচারকরা   সুন্দরভাবে রায় দিচ্ছেন। আমরা আপিল বিভাগে এমন ডিভাইস বের করার চেষ্টা করছি, রায় দেওয়ার সময় ডিকটেশন দেব যেটি সফটওয়্যার হয়ে বাংলায় বের হবে।’

তিনি আরো বলেন, ‘আমি প্রথম প্রধান বিচারপতি যে প্রটোকল ভেঙে পুলিশের হেডকোর্য়াটারে গিয়ে এসপি লেভেলের অফিসারদের সঙ্গে কথা বলেছি। আমি তিন ঘণ্টা তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছি। আমি তাদেরকে বলেছি পুলিশের চার্জশিটে কী কী থাকবে আর কী থাকবে না।’