বাংলা নববর্ষে উৎসব ভাতা প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক : অষ্টম জাতীয় পে-স্কেল অনুযায়ী বাংলা নববর্ষে উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) ঢাকা মহনাগর।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনের নেতারা।

এসময় সংগেঠনের নেতৃবৃন্দ জাতীয় পে-স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট প্রদান করাসহ নন এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান।

তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সুস্পষ্ট নীতিমালা করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষদের দ্রুত অবসর ও কল্যাণের টাকা পরিশোধ করার দাবি জানান।

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) ঢাকা মহনাগরের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বাকশিস এর সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার, প্রেসিডিয়াম সদস্য  অধ্যাপক এম এ  বারি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যাপক আল হেলাল মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা জেলা প্রশাসকের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি পৌঁছে দেন।