
নিজস্ব প্রতিবেদক : বাংলা বর্ষবরণ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বেশকিছু এলাকায় এদিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, পয়লা বৈশাখে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমী, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম হবে। এ কারণে এসব এলাকায় আসতে যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় চলাচল করতে হবে।
যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে
১। বাংলামোটর থেকে রূপসী বাংলা, শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর।
২। রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা।
৩। মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে কাঁটাবন।
৪। পলাশী থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট ক্রসিং।
৫। বকশীবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি।
৬। শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর।
৭। নীলক্ষেত থেকে টিএসসি।