বাইডেন-পুতিন একে অপরকে খুনি বললেন

আন্তর্জাতিক ডেস্কঃ এবার বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিনকে খুনি বলার পর পাল্টা জবাবে বাইডেনকে খুনি বলেছেন রুশ প্রেসিডেন্ট। দুই শীর্ষনেতার বাকযুদ্ধের মধ্যেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কের আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।

২০২০ সালের মার্কিন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে চেষ্টা করেছেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন গোয়েন্দাদের এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করে রুশ প্রেসিডেন্টকে নির্বাচনী সহিংসতার জন্য ‘খুনি’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেনের এমন মন্তব্যের পর বসে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি এক হাত নিয়েছেন বাইডেনকে। পুতিন বলেন, একমাত্র দোষী ব্যক্তিই আরেকজনকে নিজের মতো চিন্তা করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘অ্যামেরিকানরা মনে করে আমরাও তাদের মতো। কিন্তু আমরা ভিন্ন। আমাদের জেনেটিক কোড, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধও আলাদা। তবে আমরা নিজেদের স্বার্থ রক্ষা করতে জানি। যে সব জায়গায় আমাদের স্বার্থ জড়িত শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’

ক্রিমিয়া দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনারও পাল্টা সমালোচনা করেন পুতিন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা নিক্ষেপ ও ন্যাটিভ অ্যামেরিকান ও দাসপ্রথার কথাও স্মরণ করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার দিকে আঙ্গুল তোলার আগে নিজের দেশের দিকে তাকানোর আহ্বান জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার জবাবে ক্রেমলিনের মুখপাত্র মার্কিন গোয়েন্দাদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পুনরায় চিন্তাভাবনা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

দুই শীর্ষ নেতার বাকযুদ্ধের মধ্যেই পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে শুরু করেছে ওয়াশিংটন ও মস্কো। আগামী সপ্তাহেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। অন্যদিকে, শনিবারের মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ দূতকে ফেরত নেয়ার কথা জানিয়েছে মস্কো।