
খেলা ডেস্ক: বাছাইপর্বে বাজে পারফরম্যান্সে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করাটা কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য। আর বিশ্বকাপ বাছাইয়ে এ বাজে পারফরম্যান্সের জন্য দেশটির কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করা হয়েছে।
আর্জেন্টিনার মতো একটি পরাশক্তি দলের দায়িত্ব নিয়ে এক বছরও টিকতে পারলেন না বাউজা। মহাদেশীয় প্রতিপক্ষের বিপক্ষে বাছাই পর্বে আশানুরূপ ফল না পাওয়ায় বরখাস্ত করা হয়েছে তাকে। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাউজাকে বরখাস্তের ঘোষণা দেয়।
তার বিকল্প কোচ নিয়েই আগামী ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
গত আগস্টে আর্জেন্টিনার কোচের চেয়ারে বসেছিলেন বাউজা। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর বার্সেলোনার প্রাক্তন কোচ জেরার্ডো মার্টিনোকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মার্টিনোর পর তার অধীনেও কোনো বিপ্লব আনতে পারেনি আর্জেন্টিনা দল। উল্টো বিশ্বকাপ বাছাইয়ে হেরে তাদের আসরে অংশগ্রহণ করা এখন হুমকির মুখে পড়েছে।
বাউজার অধীনে আট ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ বাকি থাকলেও এখনও পঞ্চম স্থানে রয়েছে তারা। কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে পয়েন্ট টেবিলের চারে থাকতে হবে আর্জেন্টিনাকে।
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ বলিভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আর এ হারের পরই বাউজাকে বরখাস্তের গুঞ্জন ওঠে। এর সূত্র ধরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিশনের নতুন সভাপতি ক্লাওদিও তাপিয়া বাউজাকে বরখাস্তের ঘোষণা দেন।