বাউফলের কালাইয়া বন্দরে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দরের আলী আকবর স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং এনায়েতের মুদি, মনোহরী, ভ্যারাইটিজ পণ্য ও লন্ড্রি ব্যবসার পুরো দোকান পুড়ে যায়। এছাড়া শাহাবুদ্দিন সাবুর দোকানটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন জানান, গ্যাস সিলিন্ডার কিংবা লন্ড্রির যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।