বাউফলের তিন মৎস্যচাষীকে সম্মাননা প্রদান

কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।১৮.০৮.২৫ইং তারিখ রোজ  সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৩জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্যচাষীদের মধ্যে একক পাঙ্গাস চাষে আদাবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদ মতিন মোল্লা, মনোসেক্স তেলাপিয়া মাছে মো. জাকির হোসেন ও কার্পজাতীয় মাছচাষে কালাইয়া ইউনিয়নের শাহবাজ হোসেন মিল্টন সম্মাননা গ্রহণ করেন । অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফলে অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা ইসাহাক, জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সফল মৎস্যচাষী জাকির হোসেন মৃধা। এছাড়াও সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান, কৃষি কর্মকর্তা মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শতাধিক মৎস্যচাষী এ আয়োজনে অংশ নেন। উল্লেখ্য, বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মৎস্য দপ্তরের তালিকাভুক্ত চাষীর সংখ্যা ছয় হাজার পাঁচশত একুশ জন।