বাউফলের তেঁতুলিয়া নদীতে  ইলিশ মাছ কিনতে গিয়া যুবক নিখোঁজ

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনতে গিয়ে নৌ পুলিশের স্পিড বোর্ডের ধাক্কায় মোঃ রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
১১.১০.২৫ইং তারিখ রোজ  শনিবার রাত ৭টার সময় কালাইয়া ও চন্দ্রদ্বীপের মধ্যবর্তী তেতুলিয়া নদীতে ইঞ্জিন চালিত ট্রলার থেকে নদীতে পড়ে এ নিখোঁজের এ ঘটনা ঘটে।
নিখোঁজের ১দিন পর রবিবার (১২) অক্টোবর দুপুর ১টার সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তেতুলিয়া নদীতে উদ্ধার কাজে আসলে নৌ পুলিশের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ উঠে।
নিখোঁজ রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মোঃ ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় একজন দর্জি ও সে দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, অবরোধে সুযোগে কমদামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যায় রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌ পুলিশের অভিযান পরিচালনাকারি টহল টিমের একটি স্পিডবোর্ড ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পাওয়ার চেষ্টা করেন।  নৌপুলিশের স্পিডবোর্ডে সজোরে গিয়ে রাসেলের নৌকায় ধাক্কা লাগলে নৌকা থেকে রাসেল পড়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার বিষয়ে নিখোঁজ রাসেলের বড় ভাই মিরাজ খান বলেন, গতকাল সন্ধ্যার পরে তেঁতুলিয়া নদীতে ট্রলার নিয়ে খাবারের জন্য মাছ আনতে গেলে পুলিশের একটি টিম স্পিডবোর্ড নিয়ে ট্রলারকে ধাক্কা দেওয়ার পরে আমার ভাই নদীতে পরে গেলে নিখোঁজ হয়। ২৪ ঘন্টার বেশি হলেও ভাইকে এখনও পাওয়া যায়নি।
৭ম শ্রেণীতে পড়ুয়া রাসেলের ছেলে রিফাত খান অভিযোগ করে বলেন, নৌপুলিশ আমার বাবাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে। ১দিন পর তারা নদীতে খুঁজতে এসেছেন। তারাই আমার বাবাকে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, মা ইলিশ রক্ষাকারী স্পিড বোর্ড দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের টিমের সঙ্গে যৌথভাবে এখন কাজ করতেছেন তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয়া আব্দুল্লাহ নামে ফায়ার সার্ভিসের ডুবুরি বলেন, সাধারণত এক কিলোমিটারের মধ্যে এই লাশটি থাকার কথা। দুদফায় নদীর তলদেশে তল্লাশী চালিয়ে অভিযান স্থগিত করা হয়েছে । যেহেতু ১২ ঘন্টা অতিক্রম হয়েছে, লাশ নিশ্চয়ই ভেষে উঠবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা বলেন, আমাদের নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে রয়েছে। উপরের নির্দেশ ছাড়া কোন বক্তব্য দেওয়া যাবে না।