
কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভার বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ এর ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক ও পটুয়াখালী -২ বাউফল আসনের জামায়াত মনোনিত প্রার্থী।২২.০৭.১৮ ইং তারিখ রোজ রবিবার দুপুরে বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের বাউফল শাখার বেশ কিছু নেতাকর্মী ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের সামনে উপস্থিত থেকে ড. সফিকুল ইসলাম মাসুদের পক্ষে এ আর্থিক সাহায্য প্রদান করা হয়। এসময় তারা কুমুদিনি ফার্মেসির মালিক ইন্দ্রজিত হাওলাদার, নাফি মেডিকেল হলের মালিক মোঃ খবির উদ্দিন, নির্মল ভ্যারাইটিস স্টোর এর মালিক নির্মল সিকদার ও শ্রী কৃষ্ণ মুদি মনোহরি দোকানের মালিক গনেশ সাহা সহ প্রত্যেককে পাঁচ হাজার টাকা সাহায্য দিয়ে তাদের পাশে থাকার এবং পরবর্তীতে আরও সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।