কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অবসরে গেছেন দুই বছর আগে। এখনও চাকুরিতে বহাল আছেন। শুধু তাই নয় পরিবার নিয়ে সরকারি কোয়াটার্রে বসবাস করছেন নিয়মিত।
এমন অভিযোগ উঠেছে উপজেলার বগা খাদ্য গুদামের অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী লাল মিয়ার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই বছর আগে লাল মিয়া অবসরে যান। এরপর রেজাউল করিম নামের অপর একজনকে পোষ্টিং দেওয়া হয় লাল মিয়ার শূণ্য পদে। রেজাউল করিম নিয়মিত গুদামে থাকেন না। মাঝেমধ্যে গুদামে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে আসেন।
এদিকে অবসরে যাওয়ার পরও লাল মিয়াকে স্বপদে থেকে দায়িত্ব পালনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ওই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবার নিয়ে লাল মিয়াকে সরকারি কোয়ার্টারে থাকারও সুব্যবস্থা করে দিয়েছেন। একটি সূত্র জানায়, খাদ্য গুদাম থেকে অবৈধ উপার্জন করতে পাকা নিরাপত্তা প্রহরী লাল মিয়া। লাল মিয়াকে দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন অবৈধ কাজ হাসিল করেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে কমিশন আদায়, কালো বাজারে প্রকল্পের চাল বিক্রির ক্ষেত্রে কমিশন আদায়, ধান চাল সংগ্রহ অভিযান চলাকালে ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন আদায়সহ নানান অভিযোগ রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে। আর এসব কাজ করতে পাকা নিরাপত্তা প্রহরী লাল মিয়া। তাই অবসরে যাওয়ার পরও তাকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে বহাল তবিয়তে রাখা হয়েছে। অবশ্য এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোরশেদ বলেন, জনবল সংকটের কারনে লাল মিয়াকে রাখা হয়েছে। অপর নিরাপত্তা প্রহরী রেজাউল করিমও নিয়মিত গুদামে আসেন।