বাউফলে আওয়ামীলীগ নেতা ফ্লেক্সিলোড ব্যবসায়ী থেকে কোটিপতি

কহিনুর স্টাফ রিপোর্টারঃ ছিলেন স্বল্প পূজির ফুটপাতের ফ্লেক্সিলোড ব্যবসায়ী। বিএনপি পরিবারে জন্ম হলেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোল পাল্টিয়ে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে। রাতারাতি বনে যান যুবলীগ নেতা। এতেই ঘুরে যায় ভাগ্যের চাকা। শূণ্য থেকে কোটিপতি বনে যান উপজেলা যুবলীগের নেতা ও কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম ফোরকান।
একাধিক সূত্র জানায়, ফোরকান ও তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিজে বিএনপি পরিবারে জন্ম হলেও সাবেক এমপি আ.স.ম ফিরোজের ভাতিজা কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির মোল্লার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন ফোরকান। উপজেলা যুবলীগের গ্রন্থ ও পাঠাগার সম্পাদক পদে বসায় মনির মোল্লা। ২০১১ সালে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। এতে বদলে যায় তার ভাগ্যের চাকা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। একে একে তিন বার নির্বাচিত হন ইউপি সদস্য। সর্বশেষ কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন ফোরকান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কালাইয়া বন্দরে জমি বেচাকেনার দালালি, নতুন ভবন তুলতে চাঁদা, কারেন্ট জাল ও পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদাসহ ব্যক্তিগত ট্রলারে করে গরুচুরিসহ নানা অপরাধের সাথে জড়িয়ে আয় করেন কোটি কোটি টাকা। সর্বশেষ ইউপি সদস্য নির্বাচনে তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও উঠে। বৃহৎ বানিজ্যিক বন্দর কালাইয়া নিয়ন্ত্রণ নিয়ে নৈন ফোরকান। ওই টাকায় গড়ে তুলেন তিনতলা সুরম্য প্রাসাদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের বরাদ্দের কোনা কাজ না করেই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফোরকানের বিরুদ্ধে। বন্দরের প্রাণ কেন্দ্রে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনতলা বাড়িটি তার। যার বাজার মূল্য ৭ কোটি টাকারও বেশি। এছাড়াও নামে বেনামে রয়েছে বাড়ি ও জমিসহ বিপুল সম্পদ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, ফোরকান মেম্বার বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ফোরকান আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে ভাগ্য বদলে ফেলেন। মেম্বার ও দলীয় পদে বসে অবৈধভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা।
এবিষয়ে আওয়ামী লীগ নেতা ফকরুল ইসলাম ফোরকান বলেন, আমি হজ্জ্ব করে আসছি আমার স্ত্রীও হাজী। আমার সম্পাদের একটি টাকাও অবৈধ পথে আসেনি। প্রতিপক্ষরা আমাকে হেও করার জন্য এসব কথা বলছে।