বাউফলে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নানা আয়োজনে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
২৩.০৬.২৪ইং তারিখ রোজ রবিবার সকাল ৯ টার দিকে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় জনতা ভবনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় ।
সকাল ১০টায় জনতা ভবন থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  ডাক বাংলা সংলগ্ন ইলিশ চত্বরে উপজেলা আ.লীগের সহ:সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান,পৌর আ.লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।