বাউফলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।১৪.০৭.২৫ইং তারিখ রোজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ছেলের পরিবারকে অর্থদন্ড ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, এ পূর্ব নওমালা গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো ইব্রাহীমের (১৫) সাথে একই এলাকার জামাল হাওলাদারের মেয়ে ৮ম শ্রেনী পড়–য়া জান্নাত আক্তারের (১৩) সাথে বিবাহ অয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা আমিনুল ইসলাম (ইউএনও) সেখানে হাজির হন। এলাকাবাসির উপস্থিতিতে তিনি ওই বিয়ে বন্ধ করেন। এসময় ছেলের পরিবারকে ৫হাজার টাকা অর্থদন্ড ও মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এবিষয়ে আমিনুল ইসলাম জানান, বালবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী এটি আমরা বন্ধ করে দিয়েছি। যেহেতু মেয়ে পরিবার সম্মত ছিলেন না তাই ছেলের পরিবারকে অর্থদন্ড দেয়া হয়েছে। তারা মুচলেকা দিয়েছে এরকম কর্মকান্ডের সাথে তারা আর জড়িত থাকবেন না। পরে তাদেরকে ছেরে দেয়া হয়।