
কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার প্রশাসন দক্ষিণাঞ্চলে ইলিশের প্রধান অভয়ারণ্য ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার জনসাধারণকে ইলিশ আহরণ বন্ধে জরুরি সতর্কবার্তা দিয়েছেন।
০৪.১০.২৫ইং তারিখ রোজ শনিবার রাত ১২টার সময় থেকে ৪০ কিলোমিটার নদীর চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কালাইয়া, কেশবপুর, ধূলিয়া ও কাছিপাড়া এলাকার গুরুত্বপূর্ণ মোহনায় পৃথকভাবে মাইকিং করে এ সতর্কতামূলক প্রচার চালানো হয়।
সরকারি তালিকাভূক্ত ৬হাজার ৬শত ৪৫ জেলেকে ইউএনও হুশিয়ারি করে বলেন, মা ইলিশের প্রজনন মুর্হুতে নদীতে জাল ফেললে তালিকা থেকে নাম কর্তণ করা হবে।
ইলিশের এই অভয়ারণ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারে অংশ নেন, বাউফলের ইউএনও আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, ওসি আকতারুজ্জামান সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।