বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইয়াবাসহ মুসা দেওয়ান নামে এক ব্যবসায়ী মাদক গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ১১নং দাসপাড়া ইউনিয়নের ১নংওয়ার্ডের বারিকর বাড়ি এলাকা থেকে মুসা দেওয়ান নামে এক মাদক ব্যবসায়ীকে  আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা বড়ি উদ্দ্বার করা হয়।
বাউফল থানা ওসি  মোস্তাফিজুর রহমান বলেন,বাউফলের কিছু প্রভাবশালী ব্যক্তির সেল্টার নিয়েরিক্সা চালকের আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের  ব্যবসা করছে মুসা দেওয়ান। গোপন সংবাদের ভিত্তিতে এ খবরপেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক কের। সোমবার মুসা দেওয়ানের বিরুদ্দ্বে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায়  গ্রেফতার দেখিয়ে তাকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।