
কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একটি মাদ্রাসায় ৩টি তালা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। গত সোমবার ক্লাস শেষে ৩ব্যাক্তি ৩টি তালা লাগিয়ে দেন। ফলে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
অবিভাবক ও শিক্ষার্থীরা জানান, গত সোমবার ক্লাশ শেষ করে যথারীতি ছুটি দেয়া হয়। পরের দিন মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানে এসে বর্তমান ভারপ্রাপ্ত সুপার দেখতে পান লাইব্রেরী ভবনে অপর আরও ২টিসহ মোট ৩টি তালা ঝুলছে। বর্তমান ভারপ্রাপ্ত সুপার মাসুমবিল্লাহ তালাবদ্ধ করে রেখে যান এডহক কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ ওই তালার উপরে আরও একটি তালা লাগিয়ে দেন এরপর সাবেক ভারপ্রাপ্ত সুপার নজির উদ্দিন আরও এবটি তালা লাগিয়ে দেন। এঘটনায় সকাল থেকে ২পক্ষের মধ্যে ব্যপক উত্তেজনা ও বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে।
শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী বলেন, বিষয়টি আমি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি। তিনি এব্যপারে ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে উভয় পক্ষকে ডেকেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।