
কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের নিজ বাসা থেকে এক গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩মার্চ রোজ মঙ্গলবার সকালে ঐ গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্দ্বার করা হয়। গৃহবধুর নাম পলি আক্তার (২৫) । গৃহবধু একই গ্রামের মিলন প্যাদা স্ত্রী। পরিবারের দাবি,সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে পলির সাথে স্বামী মিলন প্যাদার কথা কাটাকাটি বাকবিতন্ডা হয়।
রাত ১১টার দিকে পলি আক্তার নিজ ঘরের আড়ার সাথে নিজের গায়ের ওড়না দিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করে।থানায় খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্দ্বার করে।
এবিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,লাশ উদ্দ্বার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তীতে ব্যবস্হা নেয়া হবে।