বাউফলে করোনা মোকাবেলায় কৃষি চর্চা !

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় করোনা মোকাবেলা কৃষি চর্চা সাফল্য সবজী চাষে বেড়েছে। উপজেলার পেশাজীবী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পাশাপাশি অন্যপেশার চাকরীজীবী, শ্রমিক, সাংবাদিক, ব্যবসায়ী পরিবার বাড়ির আঙ্গিনায়,বাড়ির কিংবা ছাদে,পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজী চাষ ব্যস্ত ছিল। করোনা বাজার বন্ধ, নদীর মাছ ধরা নিষিদ্ধ এমনি মুহুর্তে নিজস্ব উৎপাদিত সবজী চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। নোবেল করোনা মহামারি সচেতনতা লক্ষ্যে ষ্টে-হোম,সাধারন ছুটি এবং লকডাউন চলছিল। সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে গৃহমুখী ছিল প্রতিটি পরিবার। ছুটিকালীন সময়ে কৃষি নিয়ে ব্যস্তছিল অধিকাংশ পরিবার।

খোজ নিয়ে জানাগেছে, বাউফল উপজেলার পৌর সভাসহ ১৬টি ইউনিয়নের প্রায় পরিবার বাড়ির আঙ্গিনায় গ্র্স্মীকালীন সবজী চাষ করেন। করোনা কৃষি নিয়ে ব্যস্ত মো: আরিফ,আলামিন জানান, কলেজ পড়াশনা করেছে কলেজ বন্ধ।তাই বাড়িতে সজবী বাগান গড়ে তোলেন। কৃষকের আলাপ চারিতায় জানাগেছে, মার্চ শেষ সপ্তাহ থেকে চলমান মে পর্যন্ত দেড় মাস করোনা সাধারন ছুটি ছিল। এ সময়ে রাজধানী ঢাকাসহ অন্যান্য শহর থেকে গ্রামের বাড়িতে সময় কাটান। বাংলা মাস ছিল বৈশাখ-জেষ্ট মাস। এসময় গ্রীস্মকালীন ফসল ঢেড়স,বরবটি,চিঙিগা করোলা,পাটশাক পুই,কলমিশাক এবং পাটশাক রোপনের উপযোগী সময়। অধিকাংশ পরিবার এ গ্রীস্মকালীন সবজী বীজ রোপন করেন। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নসহ গ্রামের বেশির ভাগ বাড়িতে উদ্যোগটি দেখা গেছে।

কালাইয়া ভাইভাই বীজ ভান্ডার ফয়সাল হোসেন জানান, করোনা দোকান বন্ধ থাকলেও সকাল খোলা থাকায় বিগত বছর চেয়ে এই বছর বীজ বেশি বিক্রি হয়েছে। করোনা জন্য সবাই সবজী চাষে উদ্ধুদ্ব হয়েছে। বিশেষ করে গ্রামা লে পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় চাষ উপযোগী বীজ বেশি বিক্রি হচ্ছে।

স্পিড ট্রাস্ট এনিমেটর সাইফুল ইসলাম জানান, বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ১০টি কৃষক জন সমবায় দল রয়েছে। এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট এ ভূমি স্বত্ত¡ ও কৃষি চর্”া ইস্যু নিয়ে কাজ করেছে। ভূমি অধিকার সংরক্ষণ এবং কৃষি চর্চা কর্মসূচী নিয়মিত সভা, প্রশিক্ষণ, দিবস পালনে সবজী চাষে উদ্ধুদ্ব হচ্ছে।

উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কৃষি অফিস বাউফল থেকে আনছার উদ্দিন মোল্লা জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিদের্শনা বসতবাড়িতে সবজী চাষ উদ্ধুদ্ব হচ্ছে। প্রণোদনা হিসাব গ্রীস্মকালন সবজী চারা বিতরন এবং পরামর্শ অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলা সবজী চাষে উদ্ধুদ্ব প্রণোদান হিসাবে কৃষি চাকরীজীবী নিজেস্ব বেতন টাকা দিয়ে ৫শত পরিবারে প্রণোদনা চারা বীজ বিতরন করা হবে।