কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিয়োগকে কেন্দ্র করে বাউফলের নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষর কার্যালয় ভাংচুর করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত শুক্রবার ছিল ওই কলেজের ল্যাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা। ওই পদে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল বিশ্বাসের মোটর সাইকেল চালক ফয়সালসহ কয়েকজন আবেদন করেন। একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রত্তন আলী মৃধার নাতি মো. হানিফ ওই পদে আবেদন করেন। গুঞ্জন ছিল চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের গাড়ির চালক ফয়সালকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এ খবর জানাজানি হলে রোববার সন্ধ্যার দিকে ৮-১০ জন লোক লাঠিসোটা নিয়ে কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের কার্যালয়ে হামলা চালিয়ে তার নেইম প্লেট ও সামনে পিছনের জানালার গ্লাস ভাংচুর করে।
এ ব্যাপারে কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস সাংবাদিকদের বলেন, নিজেদের মধ্যে ঝামেলার কারণে নিয়োগ বন্ধ রাখা হয়েছে। কোরবানীর বন্ধের পর নিয়োগ দেয়া হবে। হামলার বিষয়টি আমার জানা নেই।’
এ ব্যাপারে জানার জন্য আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মালেককে তার একাধিবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।