বাউফলে কুয়েতের অর্থায়নে পৌরশহরে যাত্রী ছাউনীর উদ্বোধন

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা বাসস্টান্ডে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এর অর্থায়নে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায়ে যাত্রী ছাউনির ভিত্তি প্রস্থর কাজের উদ্ধোধন করা হয়েছে। ২৮.০৭.২৫ইং তারিখ রোজ সোমবার দুপুর ১টায় পৌর শহরের ১নং ওয়ার্ড কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এর আনুষ্ঠানিক কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমিনুল ইসলাম। আভ্যন্তরীণ ও দূরপাল্লার অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তিরোধে যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউএনও আমিনুল ইসলাম।
আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলাম,  সচিব মাইনুল ইসলাম ও   প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউক প্রমুখ। উল্লেখ্য, মাহতাব এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রকল্পের পূর্ণাঙ্গন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে বাউফল পৌরসভার কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত করেছে পৌর কর্তৃপক্ষ।