কহিনুর, স্টাপ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১৬.০১.২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ২ সহস্রাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
উপজেলার সূর্যমণি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ মিজানুর রহমান লিটু।
সূর্যমণি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সোহেল আকন ও সূর্যমণি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক আনিচুর রহমান প্রমুখ।