
কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় একটি বসত ঘরে হামলা চালিয়েছে কিশোর ও যুবকেরা । ২৯.০৩.২৩ইং রোজ বুধবার বিকালে নওমালা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তহমিনা (৪০) নামে এক সরকারি কর্মচারী আহত হয়েছেন। জানা গেছে, ১৪নং নওমালা ইউপির ৬নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান পেশকারের স্ত্রী তহমিনা বেগম (৩৩) একটি কমিউনিটি ক্লিনিকে চাকুরী করেন। তার স্বামী রাজমিস্ত্রী কাজে ঢাকায় থাকেন। দুই সন্তান নিয়ে সে একাই বাড়িতে বসবাস করেন।
এই সুযোগে প্রতিবেশি কাদের হাওলাদের পুত্র করিম হাওলাদার বিভিন্ন ভাবে তার কাছে দুই লক্ষ টাকা দাবী করেন এবং প্রায়ই তার বাসার পার্শ্ববর্তী বাগানে এসে গাঁজা সেবন করেন। ঘটনার দিন গতকাল বুধবার বিকালে সে গাঁজা সেবন করতে নিষেধ করলে করিম হাওলাদার (৩৫) এর নেতৃত্বে রফিক হাওলাদারের পুত্র রাহাত, আতাহার ফকিরের পুত্র আরাফাত, রফিক হাওলাদার এর পুত্র মেহেদি ও শাহাবুদ্দিন হাওলাদারের পুত্র রবিউল সহ ৮/৯ জন কিশোর যুবক মিলে তার ঘরে হামলা চালায় ও তাকে মারধর করে। পরবর্তীতে সে বাথরুমে আশ্রয় নিয়ে ৯৯৯ ফোন করে পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ তাকে উদ্ধার করে। বাউফল থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।