কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমাজমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে শাবনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন বড় জা (ভাশুরের স্ত্রী)
১৯.০৯.২৫ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১টার সময় উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাবনুর জয়বাংলা গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের স্ত্রী।
আহত শাবনুর জানান, মৃত খালেক হাওলাদারের তিন ছেলে- মো. ইউনুস, খোকন ও আল-আমীন একই ঘরে বসবাস করেন। ঘটনার দিন রান্নাঘর ব্যবহারকে কেন্দ্রে করে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাসুর ইউনুসের স্ত্রী রুমা বেগম বটি দিয়ে তার মাথায় আঘাত করেন। শাবনুর ঠেকাতে গেলে রুমা বেগম তার বাম হাতের আঙ্গুলটি (অনামিক) কামড় দিয়ে নিয়ে যায়।
শাবনুরের শ্বাশুরী নুরজাহান বেগম বলেন, বড় বউ ছোট বউকে আমার সামনে বটি দিয়ে কোপ দেয় ও হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলে। আমি রক্ষা করতে পারি নাই। তারা কেউ আমার কথা শুনেনা।
অভিযুক্ত রুমা বেগম বলেন, ” আমার শ্বাশুরীর উপস্থিতে আমাদের দুই জায়ের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। হাত ও মাথায় কিভাবে আঘাত লেগেছে আমি জানিনা।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও বাম হাতের আঙ্গুলের কিছু অংশ পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


