বাউফলে গোয়াল ঘর ও খড়ের পালায় আগুন

কহিনুর স্টাফ রিপোটারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন তালুকদারের একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নিজ তাঁতেরকাঠী গ্রামে ওই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগি ও স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য রুবেল তালুকদারের ছোট বড় মিলিয়ে মোট ৫১ টি মহিষ রয়েছে। তিনি ওই মহিষগুলোর খাদ্য হিসেবে প্রায় দুই লাখ টাকার খড় ক্রয় করে বাড়ির সামনে চারটি পালা দিয়ে রেখেছিলেন। শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় মো. সোহেল নামে এক প্রতিবেশী আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে একটি গোয়াল ঘর ও চারটি খড়ের পালার সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি সদস্য রুবেল তালুকদার অভিযোগ করেছেন, তাঁর প্রতিপক্ষের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে এমন ন্যাক্কারজনক কাজ করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘বিষয়টি তাঁকে কেউ জানাননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’