
কহিনুর: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রিপন সিকদার নামে এক ইউপি সদস্যের বসত ঘর ভেঙ্গে মুল্যবান মালামাল নিয়ে গেছে মুখোশ পরিহিত সাত আট জনের একটি দুর্বৃত্ত দল। ওই সময় দুর্বৃত্তরা পাশ্ববর্তী একটি বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ২০.০৮.২৫ইং তারিখ রোজ বুধবার রাত ১টা থেকে ২টার মধ্যবর্তী সময় উপজেলা কাছিপাড়া দেওপাশা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ১নং কাছিপাড়া ইউপির দেওপাশা গ্রামের রিপন সিকদার একজন ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২৪ এর ৫ আগস্ট সরকার পতন হলে পুলিশের ভয়ে বাড়ীতে রাতে থাকেন না। ওই সুযোগে রাত অনুমান ১টা থেকে ২টার মধ্যে তার বসত ঘরে হামলা চালায় মুখোশ পরিহিত যুবকরা। প্রথমেই তারা ঘরের মিটার ভেঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। পড়ে ঘরের দরজা জানালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
রিপন সিকদারের বসত ঘরে ভাড়াটিয়া মনির সিকদার বলেন, মুখোশ পরিহিত ৭ থেকে ৮ জন যুবকরা ঘরের ভিতর প্রবেশ করে বড় বড় রামদা আমার গলার উপর ধরে। ওই সময় মাধ্যমিকে পড়ুয়া আমার দুটি সন্তান চিৎকার করে উঠলে তাদের জবা দিবে বলায় তাদের মুখের ভিতর কাপড় ঢুকিয়ে শব্দ বন্ধ করে আমার স্ত্রী। মনির সিকদার আরও জানায়, তারা আমার ও রিপন সিকদারের ঘরের সব মালামাল নেওয়ার পরে ঘরের বেড়া ভেঙ্গে সব পুকুরে ফেলে দেয়।
প্রতিবেশি পুতুল পাল (৬৫) জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ওই সময় মুশলধারে বৃষ্টি হচ্ছিলো। সকাল বেলা দেখি বাড়ীটা ভেঙে সব তছনছ করে ফেলেছে। মালেক পুলিশ নাকি এ ঘটনা ঘটিয়েছে। তিনি এলাকায় মানুষের জমাজমি দখল করে রাতের আধারে।
রিপন সিকদারের স্ত্রী শিউলি বেগম জানান, স্থানীয় মালেক পুলিশ ও তার দোসররা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে তারা ৫লক্ষ টাকা চাঁদা চেয়েছিলো। দেইনি বলে তারা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত মালেক পুলিশ বলেন, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ্য, আমার স্ত্রীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই মুহুর্তে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।