বাউফলে জমিজমা কেন্দ্র করে গৃহবধুকে কুপিয়ে জখম

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিনা বেগম(৩৪) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার বিকেল সারে ৫ টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এঘটনাটি ঘটে। গুরুতর আহত সেলিনা বেগমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ভরিপাশা গ্রামের মো: কামাল মুন্সীর সাথে একই বাড়ির মো:ওহাব মুন্সীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিকেলে ওহাব মুন্সী ওই বিরোধপুর্ণ জমিতে জোরপূর্বক পাকা ঘর তোলছেন। এসময় কামাল মুন্সী বাড়িতে না থাকায় তার স্ত্রী সেলিনা বেগম বাধা দেয়। উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় ওহাব মুন্সী,ছেলে ইমন(২৪) ও স্ত্রী শাহিদা বেগম(৪৫) গৃহবধু সেলিনাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে পাশের বাড়ির লোকজন এসে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।