বাউফলে জমি নিয়া বিরোধে সাংবাদিকসহ আহত-৫

কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখসলী জেলার বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সাংবাদিকসহ একই পরিবারের  ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি  এইচএম বাবলু(৪২), সাকিলা জাহান তানজিলা (৩৫),ঝুম আক্তার(৩০), সাইদুর রহমান সোহেল(৩৫) ও জান্নাতুল ফেরদৌস (৩৮)। এদের মধ্যে গুরুতর আহত শাকিলা জাহান  তানজিলাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক এইচএম বাবলু জানান, সকালে তারা জমির সীমানা পিলার স্থাপনের জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ  শাহ আলম গাজ ী(৪৮), মনির(৪০) ও আব্দুল  রশিদ গাজীর(৫৩) নেতৃত্বে ৪০-৫০ জন লোক ধারালো অস্ত্রঅস্ত্র  নিয়ে তাদের উপর হামলা করে এবং  কুপিয়ে ও পিটিয়ে জখম করে। প্রতিপক্ষ শাহআলম গংরা জামায়াত আর আহতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।