বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলের কালিশুরী বন্দরে হামলা চালিয়ে কাপড় ব্যবসায়ী সমিতির অফিসঘর ভাংচুরসহ পিটিয়ে আহত করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন জলিল শিকদার(৬৭), রুবেল শিকদার(২০), রিপন শিকদার(৪০)।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিরোধপূর্ন আদালতের নিষেধাজ্ঞা দেয়া জমিতে স্থানীয় নাসির শিকদার র্নিমান কাজ করতে গেলে বাঁধা দিলে এ হামলার ঘটনা ঘটে। এসময় পুরো বন্দর এলাকা রনক্ষেত্রে পরিনত হয়ে। স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব-৮। এ ঘটনায় ওই দিন রাতেই তিনজনকে আসামী করে বাউফল একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।