কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জামায়াতে ইসলামী উদ্যোগে প্রত্যাশিত বাউফল ও কাঙ্খিত নেতৃত্ব গড়ার লক্ষ্যে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৫.১১.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব কমিটির সভাপতি মোঃ রাসেল মাহামুদের সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
ড.মাসুদ বলেন,বাউফলকে ভালো রাখতে হলে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। বিগত ১৮ বছরে বাউফলের যুব সমাজের হাতে মাদক ও অস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এক সময় বাংলাদেশের মধ্যে বাউফল শিক্ষিত এলাকা হিসেবে পরিচিত ছিল।
তিনি জামায়াতের যুব নেতৃবৃন্দদের উদ্দ্যেশে বলেন, শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যুব সমাজ যাতে খারাব পথে না যেতে পারে সে জন্য যুবদেরকে জামায়াতের ছায়াতলে আনতে হবে। উপজেলার প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন করে তার প্রতিবাদ করতে হবে।মানুষের অধিকার আদায়ে ইসলামের বিকল্প নেই।সকল মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতে হবে, সেজন্য এখন থেকে যুব সংগঠনদের কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মাও. রফিকুল ইসলাম,বিশিষ্ট্য ব্যাবসায়ী আবুল কাশেম,মাও. রেদোয়ান ও জহিরুল ইসলাম সহ প্রমুখ।