
কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভূমি মেলা-২০২৫ জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হয়েছে।২৬.০৫.২৫ইং তারিখ রোজ সোমবার বাউফল উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু। আর অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা। অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো.জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা ও মাইটিভির উপজেলা প্রতিনিধি মো.অহিদুজ্জামান ডিউকসহ অন্যরা। আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র্যালি বের করে ভূমি চত্বরে এসে শেষ হয়।এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। পরে ১০ জন শিক্ষার্থীকে পুরুষ্কৃত করা হয়।