বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সদর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মৃধাকে (৭৫) কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
১৫,১১,২২ইং তারিখ রোজ মঙ্গলবার  বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। একই এলাকার কদম আলী মৃধা (৬৫), সালেহা বেগম (৫৬) ও মিনারা বেগম (২৫) এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই বাড়ির কদম আলী মৃধার পরিবারের সাথে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছে।
মঙ্গলবার বাউফল পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুতের তারের উপর দিয়ে যাওয়া আলাউদ্দিন মৃধার জমির গাছের ডাল কাটে। এসময় কদম আলীর কন্যা মিনারা বেগম গাছের ডাল গুলো নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিনারার কাছে ডাল নেয়ার কারণ জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কদম আলী, মিনারা ও সালেহা দেশীয় গাছ কাটার দা দিয়ে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মাথায় কোপ দেয়৷ পরে মুক্তিযোদ্ধার ডাকচিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধা বলেন, আমার গাছের ডাল তারা নিয়ে যাচ্ছিলো। তাতে আমি বাঁধা দিলে আমাকে কুপিয়ে আহত করে ওরা। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নুরজাহান বলেন, আলাউদ্দিন মৃধার মাথার হাড় কেটে গেছে, সিটি স্ক্যান না করে কিছুই বলা যাচ্ছে না। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।