কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঝিলনা গ্রাম থেকে রামদা, ছোড়া ও হকিষ্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাউফল থানার এসআই জাহিদ ও এসআই কামরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুওে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে দুই দফা অভিযান চালায়। এসময় তারা চৌরাস্তা এলাকার একটি জঙ্গল থেকে ৪টি রাম দা, ৪টি ছোঁড়া, ৭টি হকিষ্টিক ও ৪টি টেঁটা উদ্ধার করেছে।
স্থানীয় একটি সূত্র জানায়, হাফিজ নামের এক মাদক ব্যবসায়ী অস্ত্রগুলো মজুদ করেছে। হাফিজের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।