বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরো

কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।৩০.১০.২৫ইং তারিখ রোজ  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী কলেজ গেটের সামনে বাউফল–বগা–বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।
প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন— “অবৈধ ট্রলি বন্ধ করো, করতে হবে”, “অবৈধ ট্রলি চলবে না”, “নিরাপদ সড়ক চাই”— ইত্যাদি। তাদের এ অবস্থানের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ ট্রলির বেপরোয়া চলাচলের কারণে গত কয়েক বছরে বাউফলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। মাত্র তিন-চার দিন আগেও এক সেনা সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের দাবি, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে এসব অবৈধ ট্রলির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। শুধু সড়ক অবরোধ নয়, প্রয়োজনে অনির্দিষ্টকাল কর্মসূচিও দেওয়া হবে।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।”
স্থানীয়রা জানান, কৃষিকাজে ব্যবহৃত ট্রলি অবৈধভাবে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহারের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।