বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জেলের কারদন্ড

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯ জেলেকে একুশ দিনের বিনাশ্রমে কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 ১৭.১০.২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাউফল সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু এ কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সজিব জানান, নিষেধাজ্ঞা অমান্য করে  তেঁতুলিয়া নদীতে ধুলিয়া পয়েন্টে ইলিশ শিকার করছেন কিছু অসাধু জেলেরা। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনটি নৌকাসহ নৌ-পুলিশের সহযোগিতায় ৯ জেলেকে আটক করে। পরে রাতে আটককৃত নয় জেলেকে  ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে একুশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাইয়া লঞ্চ ঘাট এলাকা থেকে মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথ ভাবে একটি স্পীডবোডসহ ৫মন ইলিশ মাছ জব্দ করেন। জব্দকৃত ইলিশ মাছ ভিবিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।