কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগ বিধির দ্রæত বাস্তবায়নের দাবিতে ০২.১২.২ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ),পরিবার কল্যন পরিদর্শীকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্ফনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. পরিদর্শক ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডবিøউএ নাফিসা কাওসার ও এফপিআই মোতালেব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “আমরা দূর্ঘ বছর পর্যন্ত বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়। তারা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘তাদের এক দফা এক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।


