কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়াড শহীদ জালাল এলাকায় আব্দুল লতিফ খানের লিজ ৩ টা পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ২৬.১০.২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ৫ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাছিপারা ইউনিয়নের ছএকান্দা এলাকায় আব্দুল লতিফ খানের লীজ নেয়া ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে একই বাড়ির মোঃমিরাজ হাওলাদার (৩০)মোঃ আব্বাস হাওলাদার (৩৭) মোঃমিজানুর হাওলাদার (৩৯)মোঃ মাসুদ হাওলাদার (৪২)মোঃশামীম হাওলাদার (১৯)সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন বিরোধের কারণে পুকুরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষকে ক্ষতি করার জন্য এই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেন। আব্দুল লতিফ এর দার দেনা কৃত সমস্ত টাকা পয়সা এই লিজ নেওয়া পুকুরে মাছের খাবার ও লিজ নেয়ার কাজে লাগান। সেই পুকুরের মাছ প্রতিপক্ষ বিষ দিয়ে মাছ মেরে ফেলায় পথে বসে গেছেন বলে জানান।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আখতারুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।


