বাউফলে প্রান্তিক কৃষকের মধ্যে সবজী চারা বিতরন

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ  পটুয়াখালী জেলার বাউফলে ৫ শতাধিক ক্ষুদ্র/প্রান্তিক কুষকের মাঝে বিভিন্ন সবজী বীজ ও গ্রিষ্মকালীন পিয়াজ চারা বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চারা বিতরন করেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল।

বাউফল কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জামান সভাপতিত্বে চারা বিতরেন উপস্থিত ছিলেণ, উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোসারফ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি।

বাউফল কৃষি সম্প্রসারন বিভাগ উদ্ভিদ সংরক্ষন উপসহকারি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা জানান,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক বসতবাড়িতে সবজী চাষ বৃদ্ধি লক্ষ্যে উপজেলার ১৫ টি ইউনিয়নে করোনা ক্ষতিগ্রস্থ কৃষি পরিবারে প্রণোদনা হিসাবে বিনামূল্যে লাউ, ঢেড়স, বরবটি, করলা ও পিয়াজের চারা বিতরন করা হয়েছে। যা পর্যাক্রমে আরো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে চারা বিতরন কার্যক্রম চলমান থাকবে।