বাউফলে প্রেমিক যুগল আটক

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল পৌর এলাকার ফায়ার সার্ভিস চত্বর থেকে দুই প্রেমিক যুগল আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিস রেড এলাকায় নির্জন জায়গায় তাদেরকে দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এ সময়ে স্থানীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাদেরকে আটক করে। স্থানীয় সূত্রে জানায়, সূর্য্যমনি গ্রামের বজলুর রহমান আকনের ছেলে ইলিয়াসের (২৮) সঙ্গে দাশপাড়া গ্রামের রুহুল আমিন প্যাদার মেয়ে সোনিয়া আক্তারের (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সোনিয়া ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী এবং ইলিয়াস দুবাই ফেরত বেকার যুবক। পুলিশ জানান, আটককৃতরা একে অপরের পরিচিত। তাদের বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডের কোন রকম অভিযোগ না থাকায় যার যার অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।