বাউফলে ফের দুর্ধর্ষ ডাকাতি

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘরের সদর দরজা ভেঙে ডাকাতি করা হয়েছে। ০৭.০৮.২৩ইং তারিখ রোজ সোমবার দিবাগত রাত ২ টার পরে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কর্পূরকাঠী গ্রামের মোঃ নজরুল ইসলামের ঘরে দুর্ধর্ষ এই ডাকাতি হয়। নজরুল ইসলাম ও তার বড় মেয়ে নুসরাত জাহান ঢাকায় বসবাস করেন। বাড়িতে তার স্ত্রী রুবিনা বেগম তাদের মেয়ে রুকাইয়া জাহান ও ছেলে আবদুল্লাহকে নিয়ে বসবাস করেন।  সোমবার গভীর রাতে তাদের বসতঘরের প্রধান ফটক (সদর দরজা) ভেঙে ৪ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি  করা হয়। এসময় ডাকাত দলের সদস্যরা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্নালঙ্কার, নগদ আনুমানিক ১ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র ডাকাতি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী মোসাঃ রুবিনা বেগম বলেন, ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২২-২৫ বছর হবে। আমি ডাকাতিতে বাধা দিতে চাইলে ডাকাতরা আমাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার এবং আমার সন্তানদের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। এসময় আমি ভয়ে চুপ হয়ে গেলে, তারা প্রায় ১ঘন্টা ডাকাতি করে বীরদর্পে মালামাল নিয়ে চলে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  উল্লেখ্য, গত দুই মাসে বাউফল উপজেলায় প্রায় এক ডজন চুরি-ডাকাতির খবর পাওয়া গেছে। সূর্যমণি ইউনিয়নের একটি ডাকাতি ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হলেও কমছে না ডাকাতির ঘটনা। এ নিয়ে পুরো উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।