বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ৫ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণ

কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিককে (৬৫) ফ্লিম্মি ষ্টাইলে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৮/১০ জনের একটি ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ব্যবসায়ী শিবু বণিককে তুলে নিয়ে যায়। ঘটনার পর বাউফল থানা পুলিশের একটি টিম ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধারে অভিযানে নেমেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সোয়া ১০ টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার দুই কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় ৮/১০ জনের মুখোশধারী একটি ডাকাতদল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। পরে ব্যবসায়ী শিবু বণিককে পেছনের দরজা দিয়ে বের করে একটি দ্রুত গতির ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয় শিবু বনিকের স্ত্রী কৃষ্ণা রায় বনিক বলেন,যে কোন মূল্যে হউক তার স্বামীকে ফেরত চান। ুুবাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।
রিপোট লেখা পর্যন্ত শিবু বনিককে উদ্ধার করতে পারেনি প্রশাসন। শিবু বনিককে উদ্ধার না হওয়া পর্যন্ত কালাইয়া বন্দরের সকল দোকান বন্ধ রাখার ঘোষনা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ব্যাবসায়ীরা।