কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনরা।
২৬.১০.২৫ইং তারিখ রোজ রোববার বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, “নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন সাবেক চেয়ারম্যান, ভূমিদস্যু তসলিম তালুকদার। তিনি ও তাঁর লোকজন আমাদের সরকারি খাসজমিতে কাজ করতে দিচ্ছেন না। আমরা আমাদের বৈধ জমি বুঝে নিতে চাই। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই।”
বক্তারা আরও বলেন, সরকার কর্তৃক প্রদত্ত খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে অন্যদের নামে দলিল করার ষড়যন্ত্র চলছে। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধেও তসলিম তালুকদারের লোকজন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।
তারা অভিযোগ করে বলেন, “আমরা জমিতে ভেকু নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু তসলিম তালুকদারের লোকজন হামলা চালিয়ে ভেকুটি অন্যত্র সরিয়ে নেয়। পরে প্রশাসনের সহায়তায় আমরা ভেকুটি উদ্ধার করি। এ ঘটনায় থানায় অভিযোগ ও মামলা করা হয়েছে।”
মানববন্ধনে সমবায় সমিতির সহ-সভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজি, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, সাখাওয়াতসহ শতাধিক ভূমিহীন কৃষক অংশ নেন।
বক্তারা ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


