কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
স্বেচ্ছাসেবী সংগঠন “কালিশুরী ব্লাড ডোনার ক্লাব” এর উদ্যোগে ২৪.০১.২৫ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯টায় কালিশুরী এস এ ইনস্টিটিউশন এ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন,প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক মোঃ দলিল উদ্দিন ধলু।সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা ছাড়াও ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
কালিশুরী ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি এইচ এম আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালীশুরী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খালিদুর রহমান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ বরিশাল এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোসারেফ হোসেন সহ প্রমূখ। সেবা দানকারী চিকিৎসক মোঃ মিজানুর রহমান বলেন,, সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে কালিশুরী ব্লাড ডোনার ক্লাব । সমাজে এই ধরণের যত সেচ্ছাসেবী সংগঠন আছে সবাই যদি এভাবে মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।