
কহিনুর, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামের মাতুব্বর বাড়ি থেকে বিভিন্ন প্রজাতির ৪শ’ পরিবেশ বান্ধব গাছ কেট নিয়েছে প্রতিপক্ষ। গাছগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা।
সংশ্লষ্টি সূত্রে জানা গেছে, ওই গ্রামের ১৯১, ২০১১,২১২, ৩৫৩ ও ৩৬৯ খতিয়ানের ১৯৭,১৯৮,২০২, ২০৩ ও ২০৪ দাগের ২১ একর ৩৬ শতাংশ জমির মালিক আবুল হাশেম মাতুব্বর, আবুল কাশেম মাতুব্বর ও আবদুল হাকিম মাতুব্বর। এর মধ্যে আবুল হাশেমের ওয়ারিশগন তাঁদের পুরো জমি বিক্রি করে দিয়েছেন।
আবদুল হাকিম মাতব্বরের ছেলে মো. বাবুল মাতব্বর (৫৩) ও আবুল কাশেম মাতুব্বরের বড় ছেলে সামসুল হক মাতব্বর অভিন্নভাবে অভিযোগ করেছেন,তাঁদের চাচা আবুল হাশেমের সব জমি বিক্রি করে দিয়েছেন তাঁর ওয়ারিশেরা। এরপরেও তাঁর(আবুল হাশেম) মেজ ছেলে আবদুল লতিফ মাতুব্বরের ছেলে সাকিব হাসান ওরফে সিজার মাতব্বর (৩৩) সন্ত্রাসী নিয়ে তাঁদের দুই পরিবারের ১৪ একর ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করছেন। শনিবার ও সোমবার দুই দিন ধরে প্রতিপক্ষ তাঁদের বাড়ির ৬২ শতাংশ জমিতে রোপনকৃত মেহগনি, চাম্বুল ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪’শ গাছ কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাননি ভূক্তভোগীরা।
সরেজমিনে দেখা গেছে,বিপুল পরিমাণ গাছ কেটে একটি ট্রলার বোঝাই করে রাখা হয়েছে। কিছু গাছ ট্রলারে উঠানোর জন্য সড়কের উপর রাখা হয়েছে। ছোট,বড় সাইজের প্রায় চারশ গাছ কাটা হয়েছে।
স্থানীয় ইব্রাহিম নামের এক গাছ ব্যবসায়ী বলেন, প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাছ কাটা হয়েছে। গাছ কাটার দায়িত্বে থাকা শ্রমিক মো. রিয়াজ সরদার (২৫) বলেন, শাকিব হাসান সিজার মাতুব্বরের নির্দেশে তাঁরা আটজন শ্রমিক পেট্রোল চালিত তিনটি করাত দিয়ে গাছ কেটেছেন। গ্রাম পুলিশ মো. হাবিবুর রহমান ও দফাদার মোঃ কোভিদ হোসেন অভিন্নভাবে বলেন,ওসি স্যারের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ রাখতে বলেন। কিন্তু তারা তা শোনেননি, দ্বিতীয় দিনের মত (সোমবার) গাছ কেটেছেন। এ বিষয়টি তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিনকে জানিয়েছেন।
এবিষয়ে প্রতিপক্ষ শাকিব হাসান সিজার বলেন, গাছগুলো আমার পৈত্রিক সম্পত্তির উপর লাগানো। তাই ওয়ারিশ সূত্রে আমার গাছ আমি কেটেছি। সেখানে পুলিশ দিয়ে বাধা দিলেও কোন লাভ হবেনা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,গাছ কাটার অভিযোগ পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও দফাদারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলা হয়েছে । দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কোনো পক্ষকেই কেটে ফেলা গাছ না নেয়ার জন্য বলা হয়েছে। তারপরেও কথা না শুনলে তাদেরকে বলেন কোর্টে মামলা করতে।