
কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটয়াখালী জেলার বাউফল উপজেলায় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর নামে ফটোসেশন করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিস বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে একটি ব্যানার নিয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফটোসেশন করে দিবসটি পালন করেন।
ওই ফটোসেশনে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোটার দিবসের তাৎপর্য ও জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের কথা ছিল। কিন্তু নির্বাচন কর্মকর্তা দায়সারাভাবে তড়িঘড়ি করে কয়েকটি ছবি তুলেই সটকে পড়েন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা পরিষদে কাজের জন্য আসা কয়েকজন সাধারণ মানুষ। আব্দুর রহমান নামের এক ব্যাক্তি বলেন, এভাবেই দিবসের নামে সরকারি টাকা অপচয় করা হয়। কাজের কাজ কিছুই হয় না। ইয়াছিন নামের এক যুবক বলেন, নির্বাচন কর্মকর্তা গোপনে সব কাজ করতেই পছন্দ করেন। তাই ভোটার দিবসের গুরুত্ব সম্পর্কে কিছুই জানতে পারলো না উপজেলাবাসী।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন অফিস পর্যন্ত র্যালী করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে নবীনদের ভোটার করা হচ্ছে।